প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে সাইন্টিফিক স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ফরিদগঞ্জ উপজেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠান ‘সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ’-এর ২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় মাঠে ১০ ফেব্রুয়ারি শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর জাকির হোসেন গাজীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ, ডাঃ মোঃ সায়েম, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক আমজাদ হোসেন শিপন, জাহাঙ্গির আলম নান্টু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত ও দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা কাউসার আলম।
অনুষ্ঠান শেষে ২০১৮ সালে স্থাপিত বিদ্যালয়টির এসএসসি প্রথম ব্যাচের ৮ জন পরীক্ষার্থীকে শুভেচ্ছা উপহার ও বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।