বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মতলব উত্তরে প্রবাসী নাছির উদ্দিন প্রধানের সংবাদ সম্মেলন

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলব উত্তরে প্রবাসী নাছির উদ্দিন প্রধানের সংবাদ সম্মেলন

মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত জাফর আলী প্রধানের পুত্র প্রবাসী মোঃ নাছির উদ্দিন প্রধানকে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে চাঁদপুর মোকাম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে ১০ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন।

এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ সোলেমান মিয়া, প্রবাসী নাছির উদ্দিনের ছোট ভাই মোঃ মিজানুর রহমান, জমি বিক্রেতা মোঃ হারুন অর রশিদ, আব্দুর রশিদ মিন্টু প্রমুখ।

প্রবাসী নাছির উদ্দিন প্রধান মামলায় উল্লেখিত বিবরণে বলেন, একই গ্রামের কামাল উদ্দিন প্রধানের স্ত্রী রত্না বেগম, ইয়াকুব আলী প্রধানের ছেলে কামাল উদ্দিন, সেলিম প্রধানের স্ত্রী কাকলী, সরাফত আলীর পুত্র মোঃ সেলিম প্রধান গং মিথ্যা, হয়রানিমূলক মামলা ও অভিযোগ দিয়ে তাকে হয়রানি করছেন। মামলায় আরো উল্লেখ করা হয়েছে, প্রতিপক্ষরা অত্যন্ত দুষ্ট ও দুর্দান্ত প্রকৃতির লোক। তারা নাছির উদ্দিনের ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল ও বাধা প্রদান করে এবং হুমকি-ধমকি প্রদান করে। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য লোকদেরকে নিয়ে সালিস বৈঠক করলেও প্রতিপক্ষরা মানছে না। উল্টো তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে প্রবাসী নাছির উদ্দিনের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়