প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করলেন মোঃ নজরুল ইসলাম
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি মৃত্যুজনিত কারণে শূন্য হওয়ায় আগামী ৯ মার্চের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন রাজারগাঁও ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ নজরুল ইসলাম। তিনি গত ৮ ফেব্রুয়ারি বেলা ১২টায় ইউনিয়নের তার শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও বিভিন্ন পেশার লোকজন নিয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে চেয়ারম্যান পদের জন্যে মনোনয়নপত্র ক্রয় করেন।
প্রার্থী নজরুল ইসলাম বলেন, আমি গত ২০১৬ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলাম। এই উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি জনগণের ভোটে নির্বাচিত হলে রাজারগাঁও ইউনিয়নকে মাদকমুক্ত, নিজ উদ্যোগে এলাকার উন্নয়নে কাজ এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে রাজারগাঁও ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।