প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
রাজারগাঁও ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও সংবর্ধনা
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান গত ৮ ফেব্রুয়ারি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা মোঃ আবুবকর ছিদ্দিকের উপস্থাপনায় বক্তব্য রাখেন মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মোঃ আঃ রহিম, বাংলা প্রভাষক মোঃ হাফিজুর রহমান, শিক্ষক মোঃ এমরান হোসেন, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী আশ্রাফ, গভর্নিংবডির সদস্য মোঃ আঃ হান্নান পাটোয়ারী, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী পরিষদের সদস্য মোঃ কামরুল ইসলাম ও দাখিল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী।
উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিংবডির সহ-সভাপতি মোঃ আবুল হাসিম বেপারী, গভর্নিংবডির সদস্য মোঃ আঃ রাজ্জাক বেপারী, অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম শাওনসহ মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান।