প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্পন্ন
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থী, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের ব্যাপক উপস্থিতিতে গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তমাল কুমার ঘোষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাসের সভাপ্রধানে ও সহকারী শিক্ষক মোঃ হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার মোঃ আসলাম গাজী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন খান শিপন, খোকন সাহা, বিপ্লব চন্দ্র গোপ, মোঃ ইউছুফ পাটোয়ারী, বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, শাহীন সুলতানা, নাজনীন নবী, তাপসী চক্রবর্তী, শিপ্রা সাহা, দিলীপ দেবনাথ, দুলাল রায়, বিশ্বজিৎ চন্দ, ওয়াহিদুর রহমান লাবু প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, তোমরা বিদ্যালয়ের গর্ব। পরীক্ষার হলে এমন কোনো আচরণ করবে না যাতে তোমাদের অভিভাবক, শিক্ষক বা বিদ্যালয়ের সুনাম নষ্ট হয়। মনে রাখবে পরীক্ষায় তোমাদের সফলতার মধ্যেই তোমাদের ভবিষ্যৎ জীবনের সফলতা নির্ভর করছে। ভালো ফলাফল, ভালো আচার-আচরণ জীবন গঠনের মূল শর্ত। যদি লক্ষ্যবস্তু থেকে বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে জীবনকে আর সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না। তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের কাছে আমাদের সকলের প্রত্যাশা থাকবে, তোমরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে আমাদের সকলের প্রত্যাশা পূরণ করবে।
বিদায় অনুষ্ঠানে অনেক পরীক্ষার্থীই আবেগাপ্লুত হয়ে পড়ে। উল্লেখ্য, এ বছর বিদ্যালয় থেকে ১৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।