প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
খলিসাডুলিতে জামে মসজিদের উদ্বোধন
গতকাল শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের ১৩নং ওয়ার্ডের দক্ষিণ খলিসাডুলি পাটোয়ারী বাড়ির ভূমিতে নবনির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে। হাজী আবদুল আউয়াল পাটোয়ারী জামে মসজিদ ও রসুমা খাতুন মাদ্রাসার উদ্বোধন হয়েছে। চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর আলমগীর গাজী।
মসজিদের সভাপতি হাজি আবদুস সোবহান পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মসজিদের পেশ ইমাম শাহআলম। এ সময় সাবেক মৎস্য কর্মকর্তা মির্জা মমিনুল হক, সাবেক মেম্বার মির্জা সেলিম, মির্জা মোজাম্মেল হক, বিএনপি নেতা আলফাজ মিজি, মুফতি জাফর আহমাদ, মাওঃ আবদুল হাদিসহ এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।