প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০
শত বছরের পূর্ণগর্ভ হতে জন্মক্রন্দনে
ভূমিষ্ঠ হলে তুমি শোষিতের ত্রাতা
হিমাদ্রি খুঁজে পেলো তোমার সে অবয়বে
আত্ম-উপমার অনন্য যুগলবন্দি
সংগ্রামে শৃঙ্খলে পথহারা মানুষের ধ্রুবতারা তুমি
যখন চেনালে পথ, দেখালে গন্তব্যের দিশা
তাতেই খুঁজে পেলো পশ্চিমারা অমর কবিতার
যুগবাণী যুগমানসের জয়ধ্বনিজুড়ে
খোকা হতে মিয়াভাই-বঙ্গবন্ধু হয়ে
তোমার যাদুতে টুঙ্গিপাড়া হলো বিশ্বগ্রাম
তোমার তর্জনীতে যেদিন যুক্ত হলো সূর্যসেন তিতুমীর আর নূরুলদীনের সংগ্রামী চেতনা
সেদিনই নির্মিত হলো বাংলাদেশের মানচিত্র
তোমার ডাকে ছিলো ঐশ্বরিক যাদুর মায়া
তাই কোটি মানুষকে ঘর থেকে বের করে জানালে
ঘরে ঘরেই দুর্গ গড়ে তোলার কালজয়ী আহ্বান
মরতে শেখা বাঙালি তোমার কণ্ঠে পেলো অমরত্ব
ইতিহাস এঁকে দিলো লাল-সবুজের আল্পনায়
বাংলাদেশ মানে তোমার মুখের প্রচ্ছদ
শতবর্ষের জীবন ছাড়িয়ে আজ তুমিই হয়ে উঠলে
অস্তহীন এক দীপ্যমান সূর্যের নান্দনিক বাতিঘর।