প্রকাশ : ০৭ মার্চ ২০২২, ০০:০০
বজ্র নিয়ে তর্জনীতে আজ জাদু দেখাবেন যাদুকর
একে একে ফুটবে অনন্য মন্ত্রমালা যার ফুলকিতে
শাপলারা দলমেলে রাঙিয়ে দিবে কাক্সিক্ষত আকাশ
মৃত্তিকায় নেমে আসবে হাজার বছরের অব্যক্ত স্বপ্ন।
কণ্ঠের মহানাদে জাদুকর আজ সম্মোহিত করে তুলবে
উদ্যানের প্রতিটা আগন্তুককে যারা চমৎকার দেখতে এসেছিলো সারা দেশ থেকে বর্ণ-গোত্রকে একাকার করে পশ্চিমা শ্বাপদের রক্ত লোলুপতার জবাবে।
বঙ্গোপসাগরের ক্ষুব্ধ ঊর্মিকে আজ ডেকেছে যাদুকর রমনার উদ্যানে সুন্দরের কুচকাওয়াজে যেখানে নূতন ইতিহাসের আঁতুরঘরে একটা মানচিত্রের জন্ম হবে তিরিশ লাখ বাঙালির রক্ত¯œানের পরবর্তী দৃশ্যচিত্রে।
বজ্রকে বগলে চেপে জাদুকর আজ মকশো দেখাবে শেকল ভেঙে মুক্তির, যে জন্যে প্রতীক্ষায় ছিলো হাজার
বছরের ইতিহাস গড়িয়ে গড়িয়ে শশাঙ্কের গৌড় হতে বঙ্গোপসাগরে আবহমানকালের আকাক্সক্ষার পূর্ণতায়।
তর্জনীতে মহাকাব্য নিয়ে হাজার বছরের মহাকবির আজ আবির্ভাব হবে অপরাহ্ণের প্রখর রৌদ্রের অবিচল প্রতীক্ষায় যেখানে জন্ম নেবে কবিতার বাংলাদেশ সাগরের তলদেশে সুনামির ঝড় তুলে।
মার্চের সাতে আজ নির্ধারিত হয়ে গেছে ¯্রােতের গন্তব্য
নির্ধারিত হয়েছে মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে
মহা ভাষণের মহা আসনের আনন্দ যজ্ঞের অনাবিলতা
সুবর্ণজয়ন্তীতে জনকের তর্জনী আজ স্বয়ং জাদুঘর।