রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০

পাবলিক পরীক্ষা দেরিতে নেয়ার সময়টি আগামীতে সমন্বয় করবো : শিক্ষামন্ত্রী
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, ৮ মাস দেরিতে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যে সময় দেরি হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বে অতিমারি চলছে। অতিমারির কারণে মানুষের জীবন-জীবিকাসহ সবকিছু থমকে গেছে। তার মধ্যে যে পাবলিক পরীক্ষাগুলো নিতে পারছি সেজন্যে সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া আদায় করছি। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি দেশের করোনা পরিস্থিতিকে সফলভাবে সামাল দিয়েছেন। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সকলকে করোনা পরিস্থিতি মোকাবেলার জন্যে ধন্যবাদ জানাই।

মন্ত্রী আরো বলেন, পাবলিক পরীক্ষা দিতে যতো সময় দেরি হয়েছে তা পরে সমন্বয় করা হবে। কারো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে আগামী বছরের পরীক্ষাগুলো একেবারে যথাসময়ে নেয়ার কোনো সুযোগ নেই। তবে এ বছরের মতো এতো দেরি হবে না।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী বছরের শুরুতে শ্রেণিকক্ষে পাঠদান পুরোপুরিভাবে সম্ভব না হলেও এ বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। আমরা শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। পরিস্থিতি স্বাভাবিক হলে সবকিছু আগের মতো স্বাভাবিক হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়