সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০০:০০

বাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও লাল পতাকা মিছিল
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর জেলা বাসদের উদ্যোগে ১৩ নভেম্বর শনিবার বিকেল ৪টায় নতুনবাজারস্থ বাসদ কার্যালয় থেকে সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর শহরে লালপতাকা মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, জেলা বাসদ নেতা দিপালী রাণী দাস, জেলা নেতা হারুনুর রশিদ, আব্দুল হক, নজরুল ইসলাম, আবু তাহের বন্দুকসী প্রমুখ।

৭ নভেম্বর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লববার্ষিকীর ১০৪তম দিবস উদ্যাপনের আহ্বানে ‘ফ্যাসিবাদী দুঃশাসন হটাও, সাম্প্রদায়িকতা রুখ, ঘুষ-দুর্নীতি-লুটপাট-নিয়োগবাণিজ্য বন্ধ’-এর সংগ্রাম জোরদার, চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি সৃষ্টিকারী সিন্ডিকেটকে দমন, ডিজেল-কেরোসিন এলপি গ্যাসসহ বাস-ট্রাক-লঞ্চসহ পরিবহণের অস্বাভাবিকভাবে ভাড়া বৃদ্ধির প্রতিবাদ এবং ব্যাটারীচালিত রিকশার লাইসেন্স প্রদান, অযৌক্তিকভাবে ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ ইজিবাইকের লাইসেন্স ফি নির্ধারণের প্রতিবাদ, বসবাসে পুনর্বাসনের বিকল্প গ্রহণ করা ছাড়া রেলওয়ে বস্তিতে বসবাসকারী পরিবারের বসতঘর ভেঙ্গে উচ্ছেদের প্রতিবাদ এবং পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের শ্রমজীবী মেহনতী মানুষের প্রতি উদাসীনতার কারণে দায়িত্ববোধ ও কর্তব্যবোধ, দরদবোধ ও মায়ামমতা বোধ না থাকার উজ্জ্বল প্রমাণ হলো বৈশ্বিক করোনাকাল এবং লকডাউনের কারণে কর্মজীবী মানুষের কাজ না থাকায় আর্থিক অনটনের মধ্যে দিনযাপন। এমতাবস্থায় সরকার চাল-ডাল-তেল-ডিজেল-মবিল-কেরোসিন-এলপি গ্যাস ও পরিবহণের ভাড়া বৃদ্ধির ঘোষণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা অতি দ্রুত মেহনতী মানুষকে রক্ষায় জ্বালানি তেল, পরিবহণ ভাড়া কমানো ও নিত্যপণ্যের ঊর্ধ্বতন নিয়ন্ত্রণের জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়