প্রকাশ : ১২ নভেম্বর ২০২১, ০০:০০
গতকাল বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরমেয়াশা গ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় ৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন ইয়াছিন খান (পিতা-মাসুদ খান), আশিক (পিতা-আলী আকবর), রাকিব গাজী (পিতা-হাবু গাজী), ইউনুফ পাটোয়ারী (পিতা-মজিব পাটোয়ারী) ও হোসেন খলিফা (পিতা-সিরাজ খলিফা)।
জানা যায়, জোরপূর্বক কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ায় মহিলা সংরক্ষিত আসনের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মাইক মার্কার নেতা-কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
আহতরা জানায়, বিএনপি নেতা শরীফ মজুমদারের নেতৃত্বে জুম্মন, পলাশ বেপারী, আজগর আখন, রুবেল আখন, রায়হান আখন ও জাহিদ বেপারী এ হামলা চালায়। পরে আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।