প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে অ্যাডঃ সেলিম আকবর
গণতন্ত্রকামী ও অসাম্প্রদায়িক শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে
চাঁদপুর শহরের কালীবাড়ি পূজা মণ্ডপসহ বেশ ক’টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
|আরো খবর
১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তার দলীয় নেতৃবৃন্দসহ শহরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপের দায়িত্বরত বিভিন্ন জনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডঃ সেলিম আকবর তার বক্তব্যে বলেন, এদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলেরই। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের কারণে দেশে কোনো বিশৃঙ্খলা হোক সাধারণ মানুষ সেটা চায় না।
তিনি আরো বলেন, এদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে শত শত বছর একসাথে আমরা সকলেই বসবাস করে আসছি। আমরা একে অপরের ভাই। ঈদ ও পূজা যার যার ধর্ম অনুযায়ী পালন করবে- এমন অধিকার সকলের রয়েছে। তাই গণতন্ত্রকামী ও অসাম্প্রদায়িক শক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, চাঁদপুর সদর উপজেলা গণফোরামের আহ্বায়ক মহসিন মিয়াজি, সদস্য সচিব আলমগীর গাজী, জেলা যুব গণফোরামের সহ-সভাপতি আলমগীর খান, গণফোরাম নেতা রেদোয়ান তুহিন, বালিয়া ইউনিয়ন গণফোরামের সভাপতি দেলু গাজী, কালীবাড়ি পূজা উদযাপন কমিটির উপদেষ্টা রতন মিত্র, বেনু লাল মজুমদার, সদস্য নেপাল সাহাসহ অন্যরা।