প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১৬:৫৫
অভিনব সাজে সেজেছে নবতারা দুর্গাপূজা মণ্ডপ
চাঁদপুর জেলার পুরাণবাজারের নবতারা দুর্গা পূজা মণ্ডপ এই বছর এক বিশেষ বৈশিষ্ট্য নিয়ে সবার নজর কেড়েছে। মণ্ডপটির মূল আকর্ষণ হলো এর সম্পূর্ণ বাঁশের তৈরি সজ্জা, কুলা এবং অন্যান্য ঐতিহ্যবাহী উপকরণ, যা বাঙালি সংস্কৃতির অন্তর্নিহিত শৈল্পিক ধারা তুলে ধরে। মণ্ডপটি অত্যন্ত যত্ন সহকারে বাঁশের ব্যবহার এবং নান্দনিকভাবে সাজানো কুলা দিয়ে তৈরি করা হয়েছে, যা আমাদের গ্রামবাংলার সংস্কৃতির সাথে প্রত্যক্ষভাবে সংযুক্ত। এই সাজসজ্জা পূজা মণ্ডপকে দিয়েছে এক অনন্যতা ও প্রাকৃতিক পরিবেশের অনুভূতি, যেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শৈল্পিক চেতনা মিলেমিশে এক অপরূপ রূপ ধারণ করেছে। 'নবতারা' পূজা মণ্ডপে দেবী দুর্গার প্রতিমার সাথে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী রং ও আল্পনার নিখুঁত বুনন, যা দর্শনার্থীদের মুগ্ধ করছে। মণ্ডপের সাজসজ্জায় দেখা গেছে স্থানীয় শিল্পীদের অক্লান্ত পরিশ্রম ও সৃজনশীলতা, যা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী রূপ তুলে ধরে। উল্লেখ্য, গত এক দশক ধরে 'নবতারা' সংগঠন দুর্গাপূজার আয়োজন করে যাচ্ছে। প্রতি বছর সুষ্ঠু নিয়মাচারে পূজা উদযাপন করার পাশাপাশি মণ্ডপ সাজানোতে সৃষ্টিশীলতা বজায় রেখেছে। আগামীতে সনাতনী এই সংগঠনটি দুর্গাপূজা উদযাপনে স্বকীয়তা ধরে রাখবে বলেও বদ্ধপরিকর।