প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার বারোয়ারী পূজা মণ্ডপের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচে’ বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শতাধিক নারী-পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
১১ অক্টোবর সোমবার রাতে শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেএম সোহেল রানা, চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর এবং বিশিষ্ট ব্যবসায়ী পরেশ মালাকার।
বারোয়ারী পূজা কমিটির সভাপতি প্রমোদ দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বারোয়ারী পূজা কমিটির সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, সুশান্ত সাহা টিটু, চেম্বার পরিচালক শিমুল সাহা, ব্যবসায়ী শেখর পাল, প্রভাস সাহা, অজিত সাহা, সবুজ পোদ্দার, নেপাল সাহা, বিপ্লব সাহা, উত্তম সাহা, মানিক লাল ঘোষ, রঞ্জিত পোদ্দা প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন বলেন, বাজার ব্যবসায়ীদের এই মহতী উদ্যোগ সত্যিই বড় প্রশংসার দাবি রাখে। ধর্ম যার যার উৎসব সবার।
তিনি বলেন, শারদীয় উৎসব নির্বিঘেœ পালন করার জন্যে জেলা পুলিশ প্রশাসন থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে করোনাকালীন সময়ে সকলেই উৎসবে অংশগ্রহণ করবেন।