প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুরে ৪৪ হাজার জেলে পেল সরকারি খাদ্য সহায়তা
চাঁদপুরের পদ্মা-মেঘনায় মা ইলিশ আহরণ থেকে জেলেদের বিরত রাখতে সরকারের বরাদ্দকৃত ভিজিএফের চাল পেয়েছে ৪৪ হাজার ৩৫ জন জেলে পরিবার।
|আরো খবর
৪ অক্টোবর থেকে নদীতে অভিযান শুরুর পর পরই এবার জেলেদের চাল দেয়া করা হয়। গত এক সপ্তাহে জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর ও হাইমচর উপজেলার নদী উপকূলীয় ইউনিয়নের নিবন্ধিত প্রত্যেক জেলেকে পরিবারের জন্যে ভিজিএফের ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, চাঁদপুর জেলায় নিবন্ধিত জেলে ৫১ হাজার ৯শ’ জন। কিন্তু এ বছর জেলে তালিকা হালনাগাদ করার কারণে ৫১ হাজার জেলের মধ্যে এবার মা ইলিশ রক্ষা কর্মসূচির বরাদ্দ এসেছে ৪৪ হাজার জেলের।
১১ অক্টোবর সোমবার দুপুর ১২টায় সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে ১ হাজার ২০ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ পূর্বে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্যে জেলেদেরকে সচেনতন করার লক্ষ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীম খান।
এ সময় জেলেদের মাঝে জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশ আহরণ নিষিদ্ধকালে জেলেদের জন্যে ১১ হাজার ১১৮ দশমিক ৮৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চাঁদপুরসহ দেশের ৩৭ জেলার ১৫১টি উপজেলায় মা ইলিশ আহরণে বিরত রাখতে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৪৪টি জেলে পরিবারের জন্যে এ বরাদ্দ দেওয়া হয়েছে।