প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৭
ফেনী নোয়াখালীর বন্যা দুর্গতদের মাঝে
হিউম্যানিটিস অর্গানাইজেশনের দুই দফা খাদ্য সহায়তা বিতরণ
মতলব দক্ষিণ উপজেলার পূর্বাঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে বন্যা দুর্গত ফেনী, নোয়াখালী এবং লক্ষীপুর জেলায় দ্বিতীয় দফায় খাদ্য সহায়তা বিতরণ করেছে। প্রথম দফায় গত ২৫ আগস্ট শুকনো খাবার, প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত ঔষধ, খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। সংগঠনটি প্রথম পর্যায়ে বন্যা দুর্গত এলাকায় ৩ শ এর অধিক পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করেন।
|আরো খবর
দ্বিতীয় দফায় গত ২ সেপ্টেম্বর বন্যা দুর্গত মানুষের জন্য চাল ডাল হলুদ মরিচ পিঁয়াজসহ ভারী খাবার বিতরণ করেছে হিউম্যানিটিস অর্গানাইজেশন। সংগঠনের সভাপতি মো. ফরহাদ আহমেদ আলী জানান, বন্যা দুর্গত ভাই বোনেরা আমাদের প্রতিবেশী জেলার। তাদের এই বিপদের সময় সরকারি বেসরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবীদের ন্যায় আমরাও বিবেকের তাড়নায় আমাদের সীমিত সামর্থ নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি তার সাথে কাজ করা সকল স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন প্রথম দফায় সংগঠনের মাধ্যমে
ফেনী ফুলগাজী এলাকায়, লক্ষ্মীপুর মান্দারী , কুমিল্লা চৌদ্দগ্রাম এই অঞ্চলে প্রায় ৩২০ ব্যাগ শুকনা খাবার বিতরণ করা হয়। দ্বিতীয় দফায়
নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়ার চর বাসীদের মধ্যে ১২০ ব্যাগ এবং নোয়াখালীর সোনাপুর এলাকায় ১৩০ ব্যাগ খাবার বিতরণ করা হয়।
এ সময় হিউম্যানিটিস অর্গানাইজেশনের সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, নাজমুল, মেহেদী হাসান লিমন,অনিক, সজিব, মোঃ মামুন, নেহাল প্রমুখ উপস্থিত ছিলেন।