প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর সোমবার সকালে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও সদস্যবৃন্দগণ।
সভায় মা ইলিশ রক্ষা ও মাদক মুক্ত সোনার বাংলাদেশ গড়তে ব্যাপক আলোচনা হয় এবং নদীর পাড় এলাকার জনপ্রতিনিধিদের মা ইলিশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুরোধ করা হয়।