সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০০:০০

শিক্ষামন্ত্রীর কাছে ফরিদগঞ্জের মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির স্মারকলিপি
প্রবীর চক্রবর্তী ॥

সরকারের দেয়া ১ হাজার টাকা বাড়ি ভাড়ার পরিবর্তে সরকারি নিয়মে বাড়ি ভাড়া প্রদানের দাবিতে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীর কাছে ইউএনওর মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন। গতকাল ১১ অক্টোবর সোমবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির কাছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ বাকী বিল্লাহ্র নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ এই স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-সভাপতি রেজোয়ান আজম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, সেমিনার সম্পাদক ওবায়েদ উল্লাহ প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে একটি অসাম্প্রদায়িক ও বিজ্ঞানভিত্তিক ধারায় পরিচালিত হয়ে সাংগঠনিক কাজ করছে।

বর্তমান দুর্মূল্যের এ বাজারে বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ আর্থিক অনটনে আছেন। নিত্যপণ্য কেনা অনেকটাই নাগালের বাইরে। পরিবারের সদস্যদের নিয়ে সংসারের ব্যয় বহন করা কষ্টসাধ্য বটে। সরকারের দেয়া ১হাজার টাকার বাড়ি ভাড়া পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই বাড়তি ভাড়ার সংকুলান করতে গিয়ে মূলবেতনে হাত দিলে সংসারের অন্যান্য খরচাদি সংস্থান করা যাচ্ছে না। এতে করে শিক্ষক-কর্মচারীদের খাদ্য, চিকিৎসা, বাসস্থান, পোষাক-পরিচ্ছদসহ সন্তানদের লেখাপড়ার খরচ চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

শিক্ষক সমাজ যদি অন্তত মৌল মানবিক চাহিদাগুলো ন্যূনতম জোগান দিতে ব্যর্থ হয়, তাহলে এর কুফল গিয়ে পড়ে শিক্ষা ব্যবস্থায়। আর্থিক অনটনে থেকে সুচিন্তিতভাবে কাজ করা যায় না, বলেই পাঠদানে বিরূপ প্রভাব পড়তে বাধ্য। এতে করে শিক্ষার আসল উদ্দেশ্য অজান্তে ও অনিচ্ছাকৃতভাবেই ব্যাহত হয়। তাই শিক্ষকদের দুর্দশা লাঘব করতে সরকারি নিয়মে যদি অদ্ভুত বাড়ি ভাড়া দেয়া হয়, তাহলে আপাতত অনেক সমস্যা কেটে যাবে। তাতে করে শিক্ষা কাজ তরান্বিত হবে বলে আমরা মনে করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়