সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ০০:০০

সমাজসেবার মাধ্যমে বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

বেদে জনগোষ্ঠী হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবে : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

বেদে জনগোষ্ঠী হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবে  : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
মোঃ আবদুর রহমান গাজী ॥

চাঁদপুরে সমাজসেবা অধিদপ্তরাধীন বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৫০ জন বেদে জনগোষ্ঠীর ৫০ দিনব্যাপী সেলাই ও কম্পিউটার ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর সোমবার সকালে শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে বেদে জনগোষ্ঠী মানবতের জীবনযাপন করছে। তাদের থাকার নেই কোনো ঘর। নেই নিজস্ব সম্পদ। তাদের বসবাস নৌকাতেই হয়। এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রকল্প হাতে নিয়েছেন। সে প্রকল্পের আওতায় তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হবার সুযোগ হবে। প্রত্যেকটি সম্প্রদায়ের আলাদা জীবনমান রয়েছে। বেদে সম্প্রদায়ের লোকেরা অনেক পরিশ্রমী। বেদে জনগোষ্ঠী হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবে এবং নিজেদের কর্মসংস্থান বৃদ্ধি করবে।

তিনি আরো বলেন, এ প্রশিক্ষণে আপনারা প্রতিদিন ৪শ’ টাকা করে ভাতা পাবেন। ৫০ দিনে ২০ হাজার টাকা হবে। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের জন্যে দেওয়া হবে ১০ হাজার টাকা। এ টাকা দিয়ে আপনারা একটি সেলাই মেশিন কিনে নিতে পারেন। আপনাদের তৈরি পোশাক চাঁদপুর ক্লাবের মার্কেটে প্রিয়াঙ্গন নামে একটি দোকান আছে, ওই দোকানে বিক্রি করতে পারবেন। এটি পরিচালনা করছে মহিলা অধিদপ্তর। মূলত আপনাদের প্রয়োজনই আপনাদের স্বাবলম্বী হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে পৌর সমাজকর্মী মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু। প্রশিক্ষণে অংশ নেয় বেদে জনগোষ্ঠীর ৫০ জন নারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়