প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
চাঁদপুরের বিভিন্ন পূজা মণ্ডপে সেনাবাহিনীর টহল
চাঁদপুরের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল জেলার বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন ও টহল জোরদার করেছে। জেলার ৮টি উপজেলায় এবার ২২০টি মণ্ডপে পূজা উদযাপনে কাজ করছে সনাতনী ধর্মাবলম্বীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেনা সদস্যরা চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার বারোয়ারী পূজা মণ্ডপ পর্যবেক্ষণ করেন। এ সময় সেনাবাহিনীর টহল টিমের সদস্যরা পরেশ সাহার গদিঘরে বারোয়ারী মন্দির পূজা কমিটির সাধারণ সম্পাদক মানিক লাল সাহা ও যুগ্ম সম্পাদক টিটু সাহাসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং কোনো সমস্যা আছে কিনা বা আগে পরে কোনো সমস্যা হয়েছিলো কিনা তা জানতে চান। এই মণ্ডপে কোনো সমস্যা নেই বলে সেনা টিমকে জানান পূজা কমিটির লোকজন।