প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪
এক ফালি আশা
অনলাইন ডেস্ক
এক ফালি আশা মহসিন আলম মুহিন
আকাশের চাঁদ সাথে নিয়ে জ্যোৎস্নাকে,
চুয়ে চুয়ে নেমে আসে সাগরের বুকে,
মৎস্য কুমারীর কপালের টিপ হয়েছে তারা,
এক বিলাসী মায়ায় আনন্দে আত্মহারা।কালের খেলায় মাতে জীবনের সাথে,
চোখগুলো ঝলমল করে শুভ্র হাসি তাতে,
ঢেউ আছড়িয়ে পরা, ডানা ঝাপটানো বাতাস,
মাতাল মুগ্ধ পরিবেশ, অপরূপ রূপের প্রকাশ।আধা সুখ, আধা আশা, পূর্ণতার দারুণ অভাব,
নীল চোখে-এপাশ ওপাশ করুন স্বভাব,
দেহের প্রতিটি কোষে মোচড়ায় বিরহের হাওয়া,
কাটে প্রহর, নতুন স্রোতে
কখন আসবে কাক্সিক্ষত চাওয়া।