প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:২৪
ফরিদগঞ্জে মারকাজুল উলুম রাহমানিয়া মডেল মাদ্রাসার ওয়াজ ও দোয়া মাহফিল
ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কাছিয়াড়া গ্রামে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল উলুম রাহমানিয়া মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪) বিকেল থেকে মাদরাসার পাশে আয়োজিত মাহফিলে মধ্যরাত পর্যন্ত দেশ বরেণ্য ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি এইচ.এম. আনোয়ার মোল্লা। দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মো. ফরিদ আহমেদ। বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেন ঢাকা নয়া পল্টন ডব্লিউ ডি জামে মসজিদের খতিব মাওলানা মো. সালাউদ্দিন চাঁদপুরী, লক্ষ্মীপুরের রায়পুর মধ্যবাজার জামে মসজিদের খতিব মাওলানা নোমান সালেহী, ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, ফরিদগঞ্জ বাজারের তুলাতলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন (আমিনী), নারায়ণগঞ্জ দারুন্নাজাত আদর্শ মাদরাসার পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান, ফরিদগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসেনসহ দেশ বরেণ্য আলেম ওলামায়ে কেরাম।
মাহফিল পরিচালনা করেন উত্তর সাহেবগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা মো. আল আমিন।