শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   উপদেষ্টা ডিসি ইউএনও'র খাস লোক পরিচয়ে প্রতারণা।। তৃতীয় লিঙ্গের একজন আটক।
  •   র‌্যাবের অভিযানে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক।
  •   মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার
  •   কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
  •   বাকৃবিতে শিক্ষকদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮

কচুয়ায় শনিবার জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

কচুয়ায় শনিবার  জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে তোরণ।
বিশেষ প্রতিনিধি

কচুয়ায় শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। সংগঠনের কচুয়া উপজেলা শাখার আয়োজনে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের আগামী দিনের কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

কচুয়া উপজেলা শাখার আমীর অ্যাডভোকেট আবু তাহের মেসবাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-১ (কচুয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়েতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপি কর্মী সম্মেলনে উপজেলার ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের সকল ইউনিটের কর্মীগণ অংশগ্রহণ করবেন। কর্মী সম্মেলন উপলক্ষে শুক্রবার বিকেলে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলায় প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা শাখার আমীর অ্যাডভোকেট মেসবাহ, নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, পৌর আমির মাওলানা আমিনুল হক মীর আজহারী, সেক্রেটারী মাওলানা মনির হোসাইন সাইদ সহ-সেক্রেটারী আবু হানিফ মো. নোমান প্রমুখ।

কচুয়া উপজেলা শাখার আমীর অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ জানান, কর্মী সম্মেলনে উপলক্ষে প্রতিটি ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে দাওয়াতী কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকল কর্মীদেরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্যে আহ্বান জানানো হয়েছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়