শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮

কচুয়ায় শনিবার জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

কচুয়ায় শনিবার  জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে তোরণ।
বিশেষ প্রতিনিধি

কচুয়ায় শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। সংগঠনের কচুয়া উপজেলা শাখার আয়োজনে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের আগামী দিনের কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

কচুয়া উপজেলা শাখার আমীর অ্যাডভোকেট আবু তাহের মেসবাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-১ (কচুয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়েতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মুহাদ্দিস আবু নছর আশরাফীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপি কর্মী সম্মেলনে উপজেলার ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের সকল ইউনিটের কর্মীগণ অংশগ্রহণ করবেন। কর্মী সম্মেলন উপলক্ষে শুক্রবার বিকেলে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলায় প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা শাখার আমীর অ্যাডভোকেট মেসবাহ, নায়েবে আমীর মাস্টার সিরাজুল ইসলাম, পৌর আমির মাওলানা আমিনুল হক মীর আজহারী, সেক্রেটারী মাওলানা মনির হোসাইন সাইদ সহ-সেক্রেটারী আবু হানিফ মো. নোমান প্রমুখ।

কচুয়া উপজেলা শাখার আমীর অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ জানান, কর্মী সম্মেলনে উপলক্ষে প্রতিটি ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে দাওয়াতী কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকল কর্মীদেরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্যে আহ্বান জানানো হয়েছে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়