প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫
প্রাণধারণ
অনলাইন ডেস্ক
প্রাণধারণ দোলা রানী দেওয়ান
জীবনের সংজ্ঞা বড় বৈচিত্র্যময়,
প্রত্যেকে নিত্যনতুন ঝড়ের সম্মুখীন হয়।
দৈনন্দিন পরতে হয় হরেক রকম মুখোশ,
খুঁজে সবে কোন পথে হাঁটলে হবে খ্যাতি-যশ।
উদ্দেশ্য সবার গড়তে হবে সফল ভবিষ্যৎ,
অন্যের ক্ষতিতে কেউ করে মনে উৎসব।
গতিশীল জীবন আচমকা থমকে দাঁড়ায়,
সময়টি হবে স্থির পৌঁছাবো যখন নিজ ঠিকানায়।
কল্পনায় আর বাস্তবতায় তৈরি জীবনখানা,
কখনো ঠাঁই পাবে না কিছু বায়না।