প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫২
কচুয়ায় গ্রামীণ সড়কে ১২শ' তালের চারা রোপণ
বজ্রপাতের হাত থেতে রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কচুয়ায় গ্রামীণ সড়কে তালের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) সকালে তালের চারা বিতরণ শেষে উপজেলার বিতারা ইউনিয়নের সরাইলকান্দি-নিন্দপুর সড়কসহ অন্যান্য সড়কে ১২শ' তালের চারা রোপণ করেন বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সমাজ সেবক রফিকুল ইসলাম রনি।
এ সময় তিনি বলেন, প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে। তাল গাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও তালগাছ বজ্রপাত নিরোধে সহায়ক। আবার বাবুই পাখিদের নিরাপদ আশ্রয়ের স্থান তাল গাছ। এ সময় বিতারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন, বিএনপি নেতা হুমায়ুন কবির লিটন, সমাজসেবক শাহাবুদ্দিন সরদার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়ায় তাল গাছের চারা বিতরণ করছেন বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সমাজসেবক রফিকুল ইসলাম রনি।