শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭

মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

মো: জাকির হোসেন
মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক
ছবি : সংগৃহীত

ঝিনাইদহ, ২১ ডিসেম্বর: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির সদস্যরা মানব পাচারকারীদের একটি চক্রের সদস্যদের আটক করে এক কিশোরীকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া কিশোরী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বাসিন্দা। তাকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছিল।

বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে একটি পাচারকারী দল বাংলাদেশে ঢুকতে গেলে বিজিবি সদস্যরা তাদের আটকের চেষ্টা করে। এ সময় পাচারকারীরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়ে। এতে পাচারকারীরা ভারতের দিকে পালিয়ে যায়।

আটক তিনজন হলেন- মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ইলাহি মণ্ডলের ছেলে আব্দুল মান্নান (৩১), একই গ্রামের আবু তালেব খলিফার ছেলে রুবেল (৩২), ও রেজাউল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২৯)।

উদ্ধার হওয়া কিশোরী জানিয়েছে, ভারতে তার সঙ্গে আরো কয়েকজন বাংলাদেশি কিশোরী ছিল। তাদের সবাইকে মুম্বাই শহরে পাঠানো হবে বলে জানানো হয়েছিল।

এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করা হবে বলে বিজিবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়