প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:৫০
মহান বিজয় দিবস
জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও প্রতিযোগিতা
মহান বিজয়ের মাসে জাতীয় সংগীত গেয়ে 'উড়াবো লাল-সবুজের পতাকা, উড্ডীন হবে মানবতা' এ প্রতিপাদ্যে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান ও চিত্রাঙ্কন-কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ১৯ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার চাঁদপুর সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয়।
জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল খান রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নাট্য ব্যক্তিত্ব আক্রাম খান, সংগঠনের উপদেষ্টা ও চেম্বার অব কমার্স, চাঁদপুর-এর পরিচালক গোপাল সাহা, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ রানা, চাঁদপুর লেখক পরিষদের সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী ও কবি-প্রাবন্ধিক আজম পাটওয়ারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতা উপ-পরিষদের আহ্বায়ক চন্দনা দেবনাথ ও সদস্য সচিব নাজমুল ইসলাম সজীব।
এতে সংগীত পরিবেশন করেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগীত সম্পাদক ও সংগীত বিভাগের প্রশিক্ষক শাহিন খান, সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, সংগীত শিল্পী বীরেন সাহা, সারা তাবাসসুম জীবা ও মরিয়ম আক্তার তাহসীন।
সবশেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।