শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   উপদেষ্টা ডিসি ইউএনও'র খাস লোক পরিচয়ে প্রতারণা।। তৃতীয় লিঙ্গের একজন আটক।
  •   র‌্যাবের অভিযানে ১৪৬ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক।
  •   মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার
  •   কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
  •   বাকৃবিতে শিক্ষকদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:৫২

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার
ছবি:আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সিংপাড়া বেলতলী গ্রামের জি জে উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লাশটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহতের নাম ইজ্জত আলী (৪৫), তিনি গাজীপুর জেলার কাশিমপুর রূপায়তলী গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, ইজ্জত আলী মৌসুমি শ্রমিক হিসেবে এলাকায় কাজ করতেন। গত ৪-৫ দিন ধরে তিনি জি জে উচ্চ বিদ্যালয়ের সামনে সিকদার বাড়ির খোলা বারান্দায় রাতযাপন করছিলেন।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, "স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে আমরা বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি এবং থানায় হস্তান্তর করি।"

পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়