বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
  •   বাকৃবিতে শিক্ষকদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ
  •   সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
  •   মতলবে মেয়াদোত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল।
  •   এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর বৃত্তি পরীক্ষা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ২০:০৭

চট্টগ্রাম ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্ট

বিভাগীয় চ্যাম্পিয়ন চাঁদপুর

বিভাগীয় চ্যাম্পিয়ন চাঁদপুর
ট্রফি হাতে চট্টগ্রাম অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চাঁদপুর জেলা দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ। পাশে ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দন জানাচ্ছেন চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলের অপরাজিত ব্যাটসম্যান সালমান জাহান ও মাহমুদুল হাসান।
চৌধুরী ইয়াসিন ইকরাম

চট্টগ্রামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছে চাঁদপুর জেলা ক্রিকেট দল। ফাইনালে ফেনীকে ৮ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো দলটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর ২০২৪) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় পযার্য়ের ফাইনালে লড়ে ফেনী ও চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল। ম্যান অব দ্যা ম্যাচ নিবাচিত হয়েছেন চাঁদপুরের সালমান জাহান।

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বিসিবির পরিচালক মঞ্জুরুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ক্রিকেট কোচ মমিনুল হক, সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ ও চাঁদপুর জেলা ক্রিকেটের কর্ণধার শামিম ফারুকী, চট্টগ্রাম জেলার ক্রিকেট কোচ মাহবুব কলিম মিঠু, ফেনী জেলা ক্রিকেট কোচ রবিন সহ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ।

চাঁদপুর অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দল বিভাগীয় পযার্য়ে চ্যাম্পিয়ন হওয়ায় দল সহ দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সংগঠক জায়েদ আল রিফাই, অ্যাড. নুরুল আমিন খান আকাশ, ফয়সাল আহমেদ বাহার, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম সহ ক্রীড়া সংগঠকরা।

বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফেনী জেলা ক্রিকেট দল। তারা ৪৯ ওভার ২ বলে সবক'টি উইকেট হারিয়ে ১৫০ রান করে। বল হাতে চাঁদপুরের অনিমেষ ১০ ওভারে ১ মেডেন সহ ২৭ রানের বিনিময়ে ৩ টি, আল আমিন ৯ ওভারে ৪ মেডেন সহ ১১ রানে ২টি উইকেট নেন।

চাঁদপুর জেলা ক্রিকেট দল ১৫১ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামে। তারা ৩৩ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান। দলের পক্ষে ব্যাট হাতে সালমান ৬৩ (নট আউট) ও মাহমুদুল হাসান ৫১ ( নট আউট) করেন।

চাঁদপুর জেলা অনূর্ধ্ব ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়রা হলেন : শাহেদ আফ্রিদী, সালমান জাহান মিয়াজী, মাহমুদুল হাসান নোমান, ইলিয়াছ আহমেদ হিমেল, রাকিব হাসান শামিম, আলামিন বেপারী, রাতুল দাস, মারিন, সিয়াম আখন্দ, নাবিল, আবুবক্কর রনি, ইমতিয়াজ আয়মন, অনিমেষ কর, নাফী, রাফিদ, ইনজামামুল হক, মুশফিক হাসান আয়ান ও জিহাদ গাজী। কোচ পলাশ কুমার সোম। টিম ম্যানেজার রিপন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়