প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:০৮
বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা

বরগুনা, ২১ ডিসেম্বর: বরগুনার আমতলীতে টিকটক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সংঘটিত পারিবারিক কলহের জেরে এক যুবক তার স্ত্রীকে নির্যাতন করে হত্যা করেছে। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছে।
|আরো খবর
শুক্রবার বিকেলে আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত যুবতীর নাম জুবেয়ারা জান্নাতি (১৭) এবং আত্মহত্যার চেষ্টা করা যুবকের নাম ইমন সরদার (১৮)।
জানা যায়, গত এক বছর আগে প্রেমের সম্পর্কের জেরে ইমন জুবেয়ারাকে বিয়ে করে। তাদের মধ্যে টিকটক নিয়ে প্রায়ই কলহ হতো। শুক্রবার দুপুরে এই বিষয় নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ইমন জুবেয়ারাকে নির্যাতন করে তার মাথার চুল কেটে দেয়। পরে তাকে হত্যা করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ফেলে এবং নিজেও আত্মহত্যার চেষ্টা করে।
স্থানীয়রা ইমনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জুবেয়ারার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন।