প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:৩১
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার অহিদুল ইসলাম বিল্লালের ইন্তেকাল

চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপুল এলাকার পশ্চিম শ্রীরামদী নিবাসী, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার
অহিদুল ইসলাম বিল্লাল আর বেঁচে নেই। তিনি শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) মাগরিব নামাজের পর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
চাঁদপুর পৌরসভার সাবেক কমিশনার মরহুম রশিদ ছৈয়ালের ৪র্থ সন্তান ছিলেন অহিদুল ইসলাম বিল্লাল। এছাড়া তিনি ছিলেন সাবেক কমিশনার রফিক মাহমুদ রফিকের এবং পৌর বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম মুক্কুর ছোটভাই এবং জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম ও পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের বড়োভাই। তার মৃত্যুর সংবাদ শোনার পর এলাকায় সকল মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) সকাল দশটায় মরহুমের জানাজার নামাজ পুরাণবাজার ছৈয়াল বাড়ি রোডস্থ মদিনা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।