প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ফরিদ মাস্টারের ইন্তেকাল
চাঁদপুর সদর উপজেলার পশ্চিম ডাসাদী নিবাসী প্রাইমারী স্কুলের শিক্ষক ফরিদ আহম্মদ তালুকদার (ফরিদ মাস্টার ) বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪) রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পূর্ব ডাসাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এবং কল্যাণপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মতো একজন শ্রদ্ধেয় শিক্ষকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন সেজন্যে তাঁর ছাত্র-ছাত্রী ও ভক্ত-অনুরাগীরা সকলের কাছে দোয়া চেয়েছেন।