বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০

জেএমবির বোমা হামলায় নিহত হাশেম বকাউলের আজ ১৯তম মৃত্যুবার্ষিকী

সোহাঈদ খান জিয়া ॥
জেএমবির বোমা হামলায় নিহত হাশেম বকাউলের আজ ১৯তম মৃত্যুবার্ষিকী

আজ ৩ অক্টোবর। এ দিনটি চাঁদপুর শহরের তালতলাস্থ বকাউল বাড়ির হাশেম বকাউলের পরিবারের জন্যে শোকের ও বেদনার। অভিভাবক হারানোর বেদনায় শোকে বিহ্বল এ পরিবারটির কান্না আজো যেনো থামেনি। বছর ঘুরে ৩ অক্টোবর আসলেই হাশেম বকাউলের পরিবারের সদস্যরা শোকাতুর হয়ে উঠে। বোমা কেড়ে নিয়েছে হাশেম বকাউলের ‘জীবন প্রদীপ’।

২০০৫ সালের ৩ অক্টোবর চাঁদপুরের যুগ্ম জেলা ও দায়রা জজের আদালতে জেএমবি জঙ্গিদের নিক্ষিপ্ত বোমায় নিহত হয়েছেন চাঁদপুর শহরের তালতলাস্থ বকাউল বাড়ির আবুল হাশেম বকাউল। তিনি সেদিন নিজস্ব জায়গা জমি সংক্রান্ত একটি মামলার বিচারপ্রার্থী হয়ে ওই আদালতে উপস্থিত ছিলেন। এ অস্বাভাবিক ও অপ্রত্যাশিত মৃত্যুর জন্যে হাশেম বকাউলের পরিবার মোটেই প্রস্তুত ছিলো না। এমন মৃত্যুর খবরে হাশেম বকাউলের পরিবারে শোকের মাতম চলে। শুধু তার পরিবারে নয়, এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো চাঁদপুরে নেমে আসে শোকের ছায়া। আর সর্বমহল থেকে আসে ধর্মীয় জঙ্গিবাদীদের প্রতি ধিক্কার ও নিন্দার ঝড়।

নিহত আবুল হাশেম বকাউলের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ আসর পারিবারিকভাবে বকাউল বাড়ি রোডে বাইতুন নূর জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়