প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
শহিদ জিয়া স্মৃতি পদক পেলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি
শহিদ জিয়া স্মৃতি পদক (স্মৃতি সম্মাননা-২০২৪) পেলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলার সভাপতি আমিনুল ইসলাম নয়ন। তিনি ২৯ সেপ্টেম্বর রোববার ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকমল বড়ুয়া, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারী। অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট।
পদক পেয়ে আমিনুল ইসলাম নয়ন বলেন, আজকের এ পদক আমাকে আরো দায়িত্বশীল করে তুলবে। আগামী পথে আমাকে আরো উৎসাহিত করবে। তিনি চাঁদপুরসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।