প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি গঠন
হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি গঠন করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর ঢাকার কারওয়ান বাজারস্থ ‘স্টুডিও ২৩’ অভিজাত হোটেলে এই কমিটি গঠন করা হয়। এতে সকলের সম্মতি ক্রমে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বাসিন্দা ইঞ্জিনিয়ার মোঃ রেজওয়ানুল হাসান (টিটু)কে সভাপতি ও মোঃ আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইকবালুর রহমান, আলমগীর বাহার ও অধ্যক্ষ সালাউদ্দীনকে নিয়ে ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইকবালুর রহমান বলেন, আমাদের এই কমিটির মাধ্যমে গন্ধর্ব্যপুর ইউনিয়নের জনগণের পাশে থেকে সার্বিক কল্যান সাধন ও সহযোগিতা করবে।