শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০

মতলব দক্ষিণ ইউএনও এবং ওসির সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ॥
মতলব দক্ষিণ ইউএনও এবং ওসির সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের সাক্ষাৎ

বাংলাদেশ খেলাফত মজলিস মতলব দক্ষিণ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। ৩০ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে পর্যায়ক্রমে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দেশের চলমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সৌজন্য সাক্ষাতে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিস মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম, সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি নোমান আল হাবিবি, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসানাত, প্রচার সম্পাদক হাফেজ ইলিয়াস, দপ্তর সম্পাদক মুফতি শাহারু রহমান। আরো অংশ নেন মাওলানা আবুল হাসানাত, মাওলানা আল আমিন প্রমুখ। খেলাফত মজলিস মতলব দক্ষিণ উপজেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে বলেন, বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রত্যেক নাগরিক সমান অধিকার নিয়ে শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে এখানে বসবাস করবো। আমরা এমন বাংলাদেশই চাই। নেতৃবৃন্দ আরো বলেন, দেশের মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্যে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন রয়েছে। এজন্যে প্রত্যেক নাগরিকের উচিত সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা। আপনারা যারা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তাদের প্রতি অনুরোধ, দেশে যে সরকারই ক্ষমতায় আসুক, আপনারা ন্যায় এবং নীতিতে অটুট থেকে দায়িত্ব পালন করবেন। মতলব দক্ষিণ উপজেলায় শান্তি এবং সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়