প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
মতলবে বিএনপি নেতা তানভীর হুদার পক্ষে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
মতলব দক্ষিণে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা তানভীর হুদার পক্ষে পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ গিয়াসের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনাসহ অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় মতলব ডিগ্রি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি মতলব বাজারের রিকশা স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে গিয়ে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিল শেষে পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ গিয়াসের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ বাবুল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন মিয়াজী, মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মনির হোসেন মৃধা, বিএনপি নেতা আনিচ্ছুজ্জামান, নুরুল ইসলাম মৃধা, পৌর যুবদল নেতা আল আমিন প্রধান, রবিউল আলম, ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মহসিন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম শিপলু, সাবেক সাধারণ সম্পাদক রেহান উদ্দিন রাজন, সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার ফরাজী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম বাবু প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।