শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে এসএসসিতে পাসের হার ৮৬.১৮ ও জিপিএ-৫ পেয়েছে ২৪৬

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৬.১৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে ২৬৮৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পরীক্ষায় ৪৩১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। শাহরাস্তি উপজেলার ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠান হতে শুধুমাত্র বিয়াম ল্যাবরেটরি স্কুলের শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া সর্বোচ্চ ৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে। পৌর শহরের নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হতে ২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এবং সুচিপাড়া উচ্চ বিদ্যালয় হতে ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। শাহরাস্তি উপজেলার একমাত্র সরকারি স্কুল শাহরাস্তি বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় হতে মাত্র ৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এবারের ফলাফলে হতাশ করেছে মৌলভী আকরাম আলী মজুমদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অত্র প্রতিষ্ঠান থেকে মাত্র ৪৩.৭৫ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পেরেছে। এছাড়া উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয় হতে মাত্র ৫৬ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পেরেছে। শাহারাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে। ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়