শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে এসএসসিতে পাসের হার ৯২ ॥ মোট জিপিএ-৫ পেয়েছে ৪০১

কামরুজ্জামান টুটুল ॥

গতকাল রোববার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে হাজীগঞ্জ উপজেলায় পাসের হার ৯২। উপজেলার মোট ৩৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬টি বাদে জিপিএ-৫ পেয়েছে মোট ৪০১ জন। জিপিএ-৫-এর দিক দিয়ে উপজেলার মধ্যে সেরা অবস্থানে রয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ৩২২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩১১ জন। পাসের হার ৯৬.৫৮, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন। হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২০১ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। পিরোজপুর উচ্চ বিদ্যালয় থেকে ৮৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮৬ জন, পাসের হার ৯৬.৬৩, জিপিএ-৫ পেয়েছে ৮ জন। রাজারগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ১১৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১০ জন, পাসের হার ৯২.৪৪, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। বাকিলা উচ্চ বিদ্যালয় থেকে ১৩০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১২৪ জন, পাসের হার ৯৫.৩৮, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন। পালিশারা উচ্চ বিদ্যালয় থেকে ১৩৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১২ জন, পাসের হার ৮৩.৫৮, জিপিএ-৫ পেয়েছে ৭ জন। রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় থেকে ১২৫ পরীক্ষা দিয়ে পাস করেছে ৯৮ জন, পাসের হার ৭৮.৪০, জিপিএ-৫ পেয়েছে ২ জন। রামচন্দ্রপুর ভুইয়া একাডেমী থেকে ৮৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮০ জন, পাসের হার ৯৫.২৩, জিপিএ-৫ পেয়েছে ১৮ জন। ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় থেকে ৯৩ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। সুহিলপুর উচ্চ বিদ্যালয় থেকে ১১৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১১০ জন, পাসের হার ৯৬.৫২, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৩৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫ জন, পাসের হার ৭৫.৭৫। হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ১৬৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪৫ জন, পাসের হার ৮৮.৯৬, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৬ জন, পাসের হার ৮৮.৮৯। নাসিরকোট উচ্চ বিদ্যালয় থেকে ১১০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১০১ জন, পাসের হার ৯১.৮২, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ থেকে ৯২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮৬ জন, পাসের হার ৯৩, জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৮ জন, পাসের হার ৯৭.৪৪, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। রামপুর উচ্চ বিদ্যালয় থেকে ২৩৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২১৪ জন, পাসের হার ৯১.৮৫, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। বলখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৫৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৪৬ জন, পাসের হার ৯২.৪১, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় থেকে ১১৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১০৫ জন, পাসের হার ৯২.১১, জিপিএ-৫ পয়েছে ১২ জন। মেনাপুর বাদশা মিয়্ াউচ্চ বিদ্যালয় থেকে ১৪২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৩৩ জন, পাসের হার ৯৩.৬৬, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। টঙ্গিরপাড় হাটিলা ইউপি উচ্চ বিদ্যালয় থেকে ৮৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬৩ জন, পাসের হার ৭২.৪, জিপিএ-৫ পেয়েছে ২ জন। শ্রীপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৯ জন, পাসের হার ৮৩.৫, জিপিএ-৫ পেয়েছে ১ জন। বেলচোঁ উচ্চ বিদ্যালয় থেকে ৮১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৭৫ জন, পাসের হার ৯২,৫৯, জিপিএ-৫ পেয়েছে ৫ জন। প্যারাপুর উচ্চ বিদ্যালয় থেকে ৬৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬১ জন, পাসের হার ৮৮.৪১, জিপিএ-৫ পেয়েছে ৮ জন। বলিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৪৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৩৭ জন, পাসের হার ৯৬.৪৮, জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় থেকে ৬২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৩ জন, পাসের হার ৬৯, জিপিএ ৫ পেয়েছে ৭ জন। দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয় থেকে ৯৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯২ জন, পাসের হার ৯৪.৮৫, জিপিএ-৫ পেয়েছে ৪ জন। মালিগাঁও উচ্চ বিদ্যালয় থেকে ৮৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৭২ জন, পাসের হার ৮৪.৭১, জিপিএ-৫ পেয়েছে ১ জন। অলিপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৮ জন, পাসের হার ৮৪.২১। মৈশাইদ পল্লী মঙ্গল এজি উচ্চ বিদ্যালয় থেকে ৩০ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। আল কাউসাার স্কুল থেকে ৭৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬৬ জন, পাসের হার ৯০.৪১, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৪ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়