শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০

উপজেলার শীর্ষে কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

এসএসসিতে পাসের হার ৯৫, জিপিএ-৫ পেয়েছে ৪৬৯জন

মোহাম্মদ মহিউদ্দিন ॥

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কচুয়ায় সর্বমোট ৩হাজার ৬শ’ ৪জন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪শ’ ২৪ জন। শতকরা পাসের হার ৯৫ভাগ। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬৯জন। ৯টি বিদ্যালয় শতভাগ ফলাফল অর্জন করেছে। শতভাগ পাস করা বিদ্যালয়গুলো হচ্ছে : কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়, কহলথুরী উচ্চ বিদ্যালয়, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়, মনপুরা বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয়, বাইছারা উচ্চ বিদ্যালয় ও নিন্দপুর এমকে আলমগীর উচ্চ বিদ্যালয়।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষ সন্তোষজনক ফলাফল লাভকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে : কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৬০জন, আশেক আলী উচ্চ বিদ্যালয় ৩৯জন, মাঝিগাছা উচ্চ বিদ্যালয় ৩৮জন, পালাখাল উচ্চ বিদ্যালয় ২৩জন, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৮ জন, তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয় ২২জন, মনপুরা বাতাবাড়িয়া ১৬জন, প্রসন্নকাপ ২১জন।

এছাড়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয়, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় ও কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভোকেশনাল শাখা থেকে মোট ২১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২০২ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৪.৩৯। জিপিএ-৫ পেয়েছে ৬জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়