প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০
মতলবে এসএসসিতে পাসের হার ৭১.৬১ ॥ জিপিএ-৫ পেয়েছে ৭০ জন ॥ দাখিলে ৮৫.৫০, জিপিএ-৫ পেয়েছে ২১ জন
মতলব দক্ষিণে এবারের এসএসসি পরীক্ষায় ২ হাজার ৬শ’ ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১ হাজার ৮শ’ ৬৭ জন, অকৃতকার্য হয়েছে ৭শ’ ৪০ জন, পাসের হার ৭১.৬১, জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।
এসএসসি ভোকেশনালে ১শ’ ৯৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১শ’ ৭৯জন, অকৃতকার্য হয়েছে ১৫ জন, পাসের হার ৯২.২৬। মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭৭ জন, পাসের হার ৯৫.০৬, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭৭, পাসের হার ৯০.৫৮, বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয় থেকে ২৮জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৫ জন, পাসের হার ৮৯.২৮।
দাখিল পরীক্ষায় ৫শ’ ৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪শ’ ৭৮ জন পাস করেছে, অকৃতকার্য হয়েছে ৮১ জন, পাসের হার ৮৫.৫০, জিপিএ-৫ পেয়েছে ২১জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।