প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০
ফরিদঞ্জে খুনজুড়ি শিল্প একাডেমির রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
সৃজনশীল কাজের মাধ্যমে যে শিশু বেড়ে উঠে তার হাতেই আগামীর বাংলাদেশ নিরাপদ
------রোটাঃ হাজী কামরুল হাসান সউদ
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে খুনজুড়ি শিল্প একাডেমি সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। ফরিদগঞ্জ পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন পর্বের প্রতিযোগিতার প্রথম পর্ব ছিলো এটি।
প্রতিযোগিতা-পরবর্তী মতবিনিময় সভায় ফরিদগঞ্জ রোটারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ হাজী কামরুল হাসান সউদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামীর সুন্দর পৃথিবীর জন্যে শিশুবান্ধব পরিবেশ প্রয়োজন। আজকের শিশুরাই আগামীদিনের নেতৃত্ব দিবে। তাই তাদের মেধা এবং মনন যদি সৃজনশীল কাজের মাধ্যমে গড়ে ওঠে তাহলে নিশ্চিত করে বলা যায় সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে। আর সেই চমৎকার কাজটুকু করে যাচ্ছে খুনজুড়ি শিল্প একাডেমি। আমি এই সংগঠনের মঙ্গল কামনা করছি।
তিনি বলেন, এ আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের আয়োজন দেখে আমার শিশু-কিশোরবেলার কথা মনে পড়ে যায়। আমি নিজে এসব কাজে নিয়োজিত ছিলাম। এখনো আছি। পার্থক্য আগে শিখেছি এবং এখন সে আলোকে নিজেকে বিলিয়ে দিচ্ছি। আর এ কাজের ভালো লাগা বলে বোঝানো যাবে না।
গত ১০ মে শুক্রবার বিকেলে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন পাঠাগার মিলনায়তনে প্রতিযোগিতা-পরবর্তী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার। ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি পাভেল আল-ইমরান ও উপদেষ্টা সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল।
উপস্থিত ছিলেন খুনজুড়ি শিল্প একাডেমির চিত্রাঙ্কন বিভাগের শিক্ষক চিত্রশিল্পী মনির হোসেন মান্না, আবৃত্তি বিভাগের শিক্ষক সিদ্দিকুর রহমান, ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য (৮নং ওয়ার্ড) ওমর ফারুক লিটন, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি ফাতেমা আক্তার শিল্পী, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রহমান তারু, সমাজকল্যাণ সম্পাদক টিটু হোসেন প্রমুখ।
উল্লেখ, রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে খুনজুড়ি শিল্প একাডেমি চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশের গান প্রতিযোগিতার আয়োজন করে। আগামী শুক্রবার বিকেল ৩টায় আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন পাঠাগার মিলনায়তনে দেশের ও লোকগানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় শিশু-কিশোর সবার জন্যে উন্মুক্ত।