শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:০০

চাঁদপুর মেঘনায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩ নৌকাসহ ১৪ জেলে আটক

অনলাইন ডেস্ক
চাঁদপুর মেঘনায় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩ নৌকাসহ ১৪ জেলে আটক

চাঁদপুর মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৩ নৌকাসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। ১১ মে শনিবার সকালে এদেরকে আটক করা হয়েছে বলে চাঁদপুর নৌ থানা পুলিশের এক প্রেসনোটে এ তথ্য জানান ওসি কামরুজ্জামান।

তিনি বলেন, চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউনিয়নস্থ মিনি কক্সবাজার নামক স্থানে মেঘনা নদী হতে এসআই সাজ্জাদ হোসাইন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে তিনটি জেলে নৌকা, জালসহ জব্দ ও ১৪ জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন : চাঁনদু ভূঁইয়া (২৫), সুরুজ ভূঁইয়া (২৮), ইকবাল ভূঁইয়া (১৯), ইয়াসিন ছৈয়াল (২২), মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ (২০) (সর্ব সাং-ইব্রাহিমপুর, ৫নং ওয়ার্ড, ইব্রাহিমপুর ইউনিয়ন), জলিল সিকদার (৬০), শাহজাহান খান (৬২) (উভয় সাং-বাখরপুর, ২নং ওয়ার্ড, চান্দ্রা ইউপি, সর্ব থানা ও জেলা- চাঁদপুর), নূর ইসলাম কবিরাজ (৩৮), মহন হাওলাদার (২৭), ফারুক মিয়া (২৩), মান্নান খাঁ মনা খাঁ (৬৫), রমজান শেখ (২৫), জহির কবিরাজ (১৩), রিয়াদ (১৩) (সাং-চর ফতেজঙ্গাপুর, ইব্রাহিমপুর ইউনিয়ন, থানা-চাঁদপুর সদর)। তাদের হেফাজত হতে ২২০০ মিটার অবৈধ কারেন্ট জাল, তিনটি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরি জেলে নৌকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটক ১২ জন অসাধু জেলের বিরুদ্ধে মৎস্য আইনে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ২জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়