শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০

পশ্চিম সকদীতে সরকারি জায়গায় বাড়ি নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥
পশ্চিম সকদীতে সরকারি জায়গায় বাড়ি নির্মাণের অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের মতিন মাওলানা ব্রিজের নিকটে পশ্চিম পাশে সরকারি জায়গায় পাকা করে বাড়ি নির্মাণ কাজ করা হয়।

জানা যায়, পশ্চিম সকদী গ্রামের মৃত চান্দু খানের ছেলে মানিক খান সিআইপি বেড়িবাঁধের পাশে সরকারি জায়গায় পাকা করে বাড়ি নির্মাণ কাজ করেন। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কাউকে তোয়াক্কা না করে বাড়ির কাজ করছে খবর পেয়ে চাঁদপুর পাউবোর কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা মানিক খানের কাগজপত্র নিয়ে অফিসে যাওয়ার জন্যে তাকে নোটিস করেন।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন বলেন, মানিক খান ব্যক্তি মালিকানাধীন জায়গা ক্রয় করে সরকারি জায়গায়সহ দখল করে বাড়ি নির্মাণ কাজ করে আসছেন। তিনি সরকারি জায়গার উপরে একটি টিউবওয়েলও বসান। একটি প্রভাবশালী মহলের সাথে আঁতাত করে সে বাড়ির কাজ শুরু করে। তার ক্রয়কৃত জায়গা থেকে বের হতে হলে সরকারি জায়গা ভরাট করে রাস্তা নির্মাণ করে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই। সরকারি সম্পত্তি এভাবে দখল হয়ে গেলে সরকার রাজস্ব আয়সহ সম্পত্তি হারাতে হবে। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়