প্রকাশ : ০৮ মে ২০২৪, ০০:০০
পুরাণবাজারে টিনের চাল কেটে চুরি
চাঁদপুর শহরের পুরাণবাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। ৬ মে সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে পুরাণবাজার ব্রিজের গোড়ার শাহীন চৌধুরী মার্কেটের বিসমিল্লাহ মোটরসে এ ঘটনা ঘটে। চোরচক্র সিএনজির পার্টসের দোকানের টিনের চাল কেটে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাউসার পাটওয়ারী জানান, সোমবার রাত সাড়ে ৯টায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরেরদিন মঙ্গলবার সকাল পৌনে ১০টায় দোকান খুলে দেখেন টিনের চাল কাটা। পরে ক্যাশ বাক্সের ড্রয়ার ভাঙ্গা এবং মালামাল এলোমেলো দেখেন।
কাউসার পাটওয়ারী আরো জানান, চোরচক্র তার ক্যাশবাক্স ভেঙ্গে প্রায় ৪০ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। তিনি চুরি যাওয়া টাকা ও মালামাল উদ্ধারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।