প্রকাশ : ০৮ মে ২০২৪, ০০:০০
একদিনের বৃষ্টিতেই দোকানঘরের রাস্তা বেহাল
অনলাইন ডেস্ক
এমনিতেই পুরাণবাজার লোহারপুল-দোকানঘর রাস্তাটির ভঙ্গুর অবস্থা দীর্ঘদিনের। ফলে সোমবার একদিনের বৃষ্টিতেই বেহাল হয়ে পড়েছে রাস্তাটি। রাস্তার বিভিন্ন স্থানে কাদাপানিতে একাকার। এতে সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। এ পরিস্থিতি লাঘবে চাঁদপুর পৌর মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। ছবিটি জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসা এলাকায় তোলা। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।