শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে চাঁদপুরে ছাত্রলীগের পদযাত্রা

অনলাইন ডেস্ক
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে চাঁদপুরে ছাত্রলীগের পদযাত্রা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।

৬ মে সোমবার বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে পদযাত্রা বের হয়ে শহরের চিত্রলেখার মোড়, ছায়াবাণীর মোড়, লেকের পাড় হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন বলেন, স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনের উপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে সব সময় স্বক্রিয় ভূমিকা পালন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতির অন্যতম দিক ছিলো ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন। তাঁর কন্যা বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিশ্ব মানচিত্রে যে বলিষ্ঠতার সাথে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবি উত্থাপন করেছেন যা অতুলনীয় অভাবনীয়।

এ অবস্থায় বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়