প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
ফরিদগঞ্জ উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। ৫ মে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডল। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে ও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা লোকমান হেকিম ও ডাঃ পিএল সাহা।
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা লোকমান হেকিম জানান, প্রাথমিকভাবে আমরা ৬জনকে এই সহায়ক উপকরণ দিয়েছি। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।