প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০
পৌর ১১নং ওয়ার্ড ও কল্যাণপুরে রেবেকা সুলতানা মুন্নার গণসংযোগ
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে পদ্মফুল মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা মুন্না পৌরসভার ১১নং ওয়ার্ড ও ৩নং কল্যাণপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন। গতকাল রোববার (৫ মে) দুপুর থেকে রাত পর্যন্ত পৌরসভার ১১নং ওয়ার্ড ও কল্যাণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অলিতে-গলিতে, পাড়া-মহল্লায়, বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে দোয়া ও পদ্মফুল মার্কায় ভোট প্রার্থনা করেন।
বিকেলে ১১নং ওয়ার্ডের গুণরাজদী তাফু পাটওয়ারী বাড়িতে উঠান বৈঠকে রেবেকা সুলতানা মুন্না বলেন, আমি আপনাদের সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মেয়ে ও বোন। আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। সবাই আমার জন্যে দোয়া করবেন এবং আপনাদের মহামূল্যবান ভোটটি পদ্মফুল মার্কায় প্রত্যাশা করছি।
নির্বাচনী প্রচারণা ও শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।