প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির শ্রমিক সমাবেশ
১ মে চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির শ্রমিক সমাবেশ শহরের লন্ডন ঘাটস্থ কার্যালয়ের পাশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ মহসীন খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিনোদন ও আট ঘণ্টা বিশ্রামের জন্য। বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর শাসনকালে শ্রমিকদের জন্যে অনেক কাজ করা হলেও পরবর্তি সময়ে আমরা সেই দাবি পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ নান্নু ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান মাতাব্বর, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মনির হোসেন খান, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদৌস খান, জেলা শ্রমিক পার্টির সহ-সভাপতি মমিন গাজী, সাধারণ সম্পাদক জসিম শেখ, পৌর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আঃ রাজ্জাক গাজী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় শ্রমিক পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন হাজী।